Bay it

Socialcashking.com

Tuesday, August 28, 2012

বাঁধা কপি

রবি মৌসুমের একটি প্রধান সবজি। দেশের প্রায় সব অঞ্চলেই বাঁধাকপির চাষ হয়। বাঁধাকপি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। এদেশে উৎপাদিত বাঁধাকপির প্রায় সব জাতই বিদেশী ও হাইব্রিড। সব জাতের বীজ এদেশে উৎপাদন করা যায়না। তবে এদশে বীজ উৎপাদন করা যায় বারি উদ্ভাবিত এমন জাতও আছে।

No comments:

Post a Comment